Returns & Refunts
রিটার্ন ও রিফান্ড পলিসি - EcoHoly
আমাদের গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের প্রথম অগ্রাধিকার। যদি আপনার কেনা পণ্য নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আপনি নির্দিষ্ট নিয়ম মেনে সেটি রিটার্ন ও রিফান্ড করতে পারবেন।
পণ্য রিটার্নের শর্তাবলী:
-
ভিডিও প্রমাণ: পণ্য গ্রহণের পর যদি কোনো ত্রুটি বা সমস্যা থাকে, তাহলে সেটির স্পষ্ট ভিডিও ধারণ করতে হবে।
-
রিটার্নের সময়সীমা: পণ্য গ্রহণের ২ দিনের মধ্যে রিটার্নের অনুরোধ জানাতে হবে।
-
অক্ষত ও ব্যবহার না করা পণ্য: পণ্য অবশ্যই অক্ষত ও ব্যবহার না করা অবস্থায় থাকতে হবে।
-
ভুল/ত্রুটিপূর্ণ পণ্য: ভুল পণ্য প্রেরণ হলে বা পণ্যে উৎপাদনজনিত ত্রুটি থাকলে, আমরা সেটি পরিবর্তন করে দেব অথবা সম্পূর্ণ রিফান্ড প্রদান করবো।
রিটার্ন প্রক্রিয়া:
-
রিটার্ন অনুরোধ: আমাদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করে ভিডিও প্রমাণসহ রিটার্নের অনুরোধ জানাতে হবে।
-
পণ্য ফেরত পাঠানো: আমাদের অনুমোদনের পর, পণ্যটি নির্দিষ্ট ঠিকানায় ফেরত পাঠাতে হবে।
-
ডেলিভারি খরচ: রিটার্ন সংক্রান্ত সকল ডেলিভারি খরচ আমাদের কোম্পানি বহন করবে।
রিফান্ড নীতিমালা:
-
অগ্রিম অর্থ প্রদান: যদি আপনি অগ্রিম টাকা পরিশোধ করে থাকেন এবং পণ্য রিটার্নের প্রয়োজন হয়, তাহলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
-
রিফান্ড প্রসেসিং: রিফান্ড প্রসেসিং সম্পন্ন হতে ৩-৫ কর্মদিবস সময় লাগতে পারে।
-
মূল্য ফেরত পদ্ধতি: রিফান্ড আপনার প্রদান করা পেমেন্ট মাধ্যমেই প্রদান করা হবে।
আমাদের লক্ষ্য হল আপনাকে সর্বোত্তম পরিষেবা প্রদান করা এবং আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে সুখকর করা।
যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন: 📞 ফোন: 01879000980